ক্যামব্রিজ অ্যানালিটিকা তথ্য কেলেঙ্কারির ঘটনায় ফেসবুককে পাঁচ লাখ ব্রিটিশ পাউন্ড জরিমানা করেছে যুক্তরাজ্যের তথ্য সুরক্ষা কার্যালয়। দেশটির...
চলতি বছরের মে মাসে নতুন জিডিপিআর বাস্তবায়ন হয় যুক্তরাজ্যে। এর আগে পুরনো তথ্য সুরক্ষা আইন অনুযায়ী এটিই ছিল সর্বোচ্চ জরিমানা। আইসিও জানায়, ‘স্পষ্ট সম্মতি ছাড়াই’ ফেসবুক অ্যাপ ডেভেলপারদের গ্রাহকের তথ্য নেয়ার সুযোগ দিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জুলাই মাসে আইসিও-এর পক্ষ ফেসবুককে জানানো হয়, প্রতিষ্ঠানটিকে সর্বোচ্চ জরিমানা গুনতে হতে পারে।
এবার জরিমানা নিশ্চিত করে এক বিবৃতিতে বলা হয়, ‘২০০৭ থেকে ২০১৪ সালের মধ্যে গ্রাহকের কাছে বিষয়টি যথাযথভাবে স্পষ্ট না করে এবং সম্মতি না চেয়েই অ্যাপ ডেভেলপারদের তাদের তথ্য নেয়ার সুযোগ দিয়েছে এবং ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াজাত করেছে। এমনকি গ্রাহক যদি অ্যাপ ডাউনলোড নাও করে থাকেন তার বন্ধুরা যারা অ্যাপটি ব্যবহার করছেন তাদের মাধ্যমে তথ্য নেয়ার সুযোগ দিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘ফেসবুক গ্রাহকের ব্যক্তিগত তথ্য সুরক্ষায়ও ব্যর্থ হয়েছে; কারণ তাদের প্লাটফর্মের অ্যাপ এবং ডেভেলপারদের যথাযথভাবে যাচাই করতে তারা ব্যর্থ হয়েছে।’ এদিকে ফেসবুকের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা আইসিওর সিদ্ধান্ত ‘পুনর্বিবেচনা’ করছে।
ফেসবুকের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা সম্মানের সঙ্গেই তাদের পাওয়া কিছু তথ্যের সঙ্গে দ্বিমত পোষণ করছি, আমরা বলেছি, ক্যামব্রিজ অ্যানালিটিকা এবং ২০১৫ সালে-এর প্রভাব নিয়ে যে দাবিগুলো করা হয়েছে তা তদন্তে আমাদের আরও কিছু করা উচিত।’ ফেসবুক ব্যবহারকারীদের তথ্য অপব্যবহারের অভিযোগে তুমুল সমালোচনার মুখে পড়ে চলতি বছরই কার্যক্রম গুটিয়ে নিয়েছে ক্যামব্রিজ অ্যানালিটিকা