গত ৪ই অক্টোবর ল্যানসেট হসপিটালের অভ্যন্তরে চিকিৎসকের উপর বর্বর হামলা চালায় একদল সন্ত্রাসী! সন্ত্রাসীদল বিকাল ৫.১৮ মিনিটে হসপিটালে প্রবেশ করে...
গত ৪ই অক্টোবর ল্যানসেট হসপিটালের অভ্যন্তরে চিকিৎসকের উপর বর্বর হামলা চালায় একদল সন্ত্রাসী! সন্ত্রাসীদল বিকাল ৫.১৮ মিনিটে হসপিটালে প্রবেশ করে দ্বিতীয় তলায় অবস্থানরত ডাক্তারের কাছে চাঁদা দাবী করে। ডাক্তার চাঁদা দিতে অস্বীকার করায়,হাত দিয়ে আঘাত করে, গলা থেকে স্টেথোস্কোপ টেনে নেয়, এক পর্যায়ে অপহরণের চেষ্টা করে । সন্ত্রাসী দলের নেতৃত্ব দেন রুবেল , বয়স-৩৯্. ঠিকানা-হোটেল শাহাজাহানের পিছনের গলি বি-৩, থানা-সদরঘাট,চট্টগ্রাম ; মোবাইল নং ০১৭৬৬৪৫৭১৭৩. সিসিটি ভিডিও ফুটেজের মাধ্যমে অপরাধীদের সনাক্তকরণের প্রক্রিয়া চলছে ।
০৫ অক্টোবর বিকেলে পুনরায় হামলা করতে এলে , এস আই তন্ময় ও ইমাম একজন আসামীকে এরেস্ট করতে সক্ষম হন । মূল আসামী রুবেল ও ইফতেখার আলম খান সহ সকল আসামীকে কে দ্রুত গ্রেফতার ও শাস্তির জন্য ভিডিও ফুটেজ থানা, প্রিন্ট ইলেক্ট্রনিক মিডিয়া , বিএমএ ও স্বাচিপ নেতৃত্ব বৃন্দের কাছে পাঠানো হয়েছে ।
সিসিটিভি ভিডিও ফুটেজ এর আংশিক