নিউজটি ফেসবুকে শেয়ার করুন নেদারল্যান্ডে ট্রামে বন্দুকধারীর হামলা নেদারল্যান্ডসের উট্রেখট শহরে একটি যাত্রীবাহী ট্রামে বন্দুক ...

নেদারল্যান্ডে ট্রামে বন্দুকধারীর হামলা
নেদারল্যান্ডসের উট্রেখট শহরে একটি যাত্রীবাহী ট্রামে বন্দুক হামলায় একজন নিহত হয়েছেন । এ ছাড়া আহত হয়েছেন বেশ কয়েক জন।
সোমবার স্থানীয় সময় সকাল ১০টা ৪৫ মিনিটে এ হামলার ঘটনা ঘটে বলে দেশটির পুলিশ এক টুইট বার্তায় জানিয়েছে। তারা জানায়, একজন বন্দুকধারী ট্রামটিতে প্রবেশ করে গুলি ছোড়া শুরু করে। এতে ট্রামটির যাত্রীরা আহত হন।
নেদারল্যান্ডস পুলিশের সন্ত্রাস বিরোধী ইউনিটের প্রধান পিটার-জ্যাপ আলবার্সবার্গ এর টুইট বার্তায় জানিয়েছেন, তারা এখন সঙ্কটাপূর্ণ মুহূর্তের ভেতর দিয়ে যাচ্ছেন। এটি সন্ত্রাসী হামলা কিনা তা এখনো নিশ্চিত নয়।
এ হামলার ঘটনায় স্থানীয় সংবাদ মাধ্যমের কিছু ছবিতে দেখা যায় যে, একটি ট্রামের চারপাশে অস্ত্র হাতে বেশ কিছু পুলিশ সদস্য দাঁড়িয়ে রয়েছেন।
শহরটির ট্রাম চলাচল কর্তৃপক্ষ ‘কিউবাজ’ বার্তাসংস্থা এএনপি’কে জানিয়েছে, ট্রামে বন্দুক হামলার ঘটনায় শহরজুড়ে ট্রাম চলাচল বন্ধ রয়েছে