টানা তিন ম্যাচে জয়ের দেখা মেলে নি বার্সালোনার ! বার্সেলোনা লা লিগায় অ্যাটলেটিকো বিলবাওয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে । বার্সার হয়ে একম...
টানা তিন ম্যাচে জয়ের দেখা মেলে নি বার্সালোনার !
বার্সেলোনা লা লিগায় অ্যাটলেটিকো বিলবাওয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ।
বার্সার হয়ে একমাত্র গোলটি করেন মুনির ও বিলবাওয়ের পক্ষে গোলটি করেন মার্কোস।
লা লিগায় মৌসুমের শুরুটা চ্যাম্পিয়নদের মতোই ছিলো বার্সেলোনার। টানা চার ম্যাচ দুর্দান্ত জয় পেয়েছিল। পাঁচ নম্বর ম্যাচে জিরোনার বিপক্ষে নিজেদের মাঠে জিরোনার সঙ্গে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকেরা। ষষ্ট ম্যাচে লেগানেসের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর বদলে হেরে বসে মেসিরা।ওই ম্যাচে লেগানেসের মাঠে ২-১ গোলের ব্যবধানে হেরে যান ভালভার্দের শিষ্যরা। সপ্তম ম্যাচে রাতে ন্যু ক্যাম্পে আবারও পয়েন্ট হারানোর তিক্ত স্বাদ পায় কাতালানরা। ন্যু ক্যাম্পে বিলবাওয়ের বিপক্ষে ম্যাচটি ১-১ গোলে ড্র করে বার্সেলোনা ।
তিন দিন পরেই চ্যাম্পিয়নস লিগে টটেনহাম হটসপারের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা।